মোগালাবাজার থানা পুলিশের অভিযানে দুইজন অনলাইন জোয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোগলাবাজার থানার নিজ জালালপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (২৭), মোগলাবাজার থানার বাটিয়ারচর, (কান্দিয়ারচর) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে তুহিন আহম্মদ (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়, মোগলাবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন লালপুর বাজারে জনৈক জাহেদ আহম্মদের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল কাইয়ুম করে।
পরে তার দেয়া তথ্যমতে রাত সাড়ে তিনটার সময় মোগলাবাজারের রুবেল এর চায়ের দোকানের সামনে থেকে তুহিন আহম্মদকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি টিসিএল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
যেগুলোর মাধ্যমে তারা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলায় লিপ্ত ছিল। উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং–১৪ গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।