আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরের বেশ কিছু এলাকায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজ চলছে। এ কারণে অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।
পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই আরেফিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকাগুলোতে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না:- ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাসমূহে এ সময়ে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।