প্রথম সকাল ডেস্ক:- সিলেট শহরে বেওয়ারিশ কুকুরের ভয়াবহ তান্ডব শুরু হয়েছে। এইসব পথ কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছেন সিলেট মহানগরবাসী।
রাত ১২টার পর এবং সকালে নগরীর রাস্তা দখল করে নেয় কুকুরের দল। বিভিন্ন আবাসিক এলাকা বিশেষ করে তপোবন, সুরমা, জালালাবাদ, উপশহর আবসিক এলাকা বেওয়ারিশ কুকুরের দখলে রয়েছে। এতে ফজরে মসজিদগামী মুসল্লি এবং সকালে স্কুলগামী শিক্ষার্থীরা কুকুরের ভয়ে আতঙ্কে থাকেন।
ইতোমধ্যে বেশ কয়েক জন পথচারীকে কুকুর কামড় দিয়েছে। সকালে হাটতে বের হওয়া একজন নারী কুকুরের দল খেয়ে ফেলতে শুরু করেছিলো অল্পের জন্য তিনি বেঁচে যান। এই মর্মান্তিক ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন (ভিডিও সংগ্রহ)
উপশহর এলাকার বাসিন্দা কবি নাজমুল আনসারী জানান গতকাল উপশহর এ ব্লকে তাঁর ছেলে আহনাফ আনসারীকে মসজিদ থেকে ফেরার পথে বেওয়ারিশ কুকুর কামড়িয়েছে।