মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

নগরীতে বেওয়ারিশ কুকুরের ভয়াবহ তান্ডব: অল্পের জন্য বেঁচে গেলেন মহিলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট শহরে বেওয়ারিশ কুকুরের ভয়াবহ তান্ডব শুরু হয়েছে। এইসব পথ কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছেন সিলেট মহানগরবাসী।

রাত ১২টার পর এবং সকালে নগরীর রাস্তা দখল করে নেয় কুকুরের দল। বিভিন্ন আবাসিক এলাকা বিশেষ করে তপোবন, সুরমা, জালালাবাদ, উপশহর আবসিক এলাকা বেওয়ারিশ কুকুরের দখলে রয়েছে। এতে ফজরে মসজিদগামী মুসল্লি এবং সকালে স্কুলগামী শিক্ষার্থীরা কুকুরের ভয়ে আতঙ্কে থাকেন।

ইতোমধ্যে বেশ কয়েক জন পথচারীকে কুকুর কামড় দিয়েছে। সকালে হাটতে বের হওয়া একজন নারী কুকুরের দল খেয়ে ফেলতে শুরু করেছিলো অল্পের জন্য তিনি বেঁচে যান। এই মর্মান্তিক ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন (ভিডিও সংগ্রহ)

উপশহর এলাকার বাসিন্দা কবি নাজমুল আনসারী জানান গতকাল উপশহর এ ব্লকে তাঁর ছেলে আহনাফ আনসারীকে মসজিদ থেকে ফেরার পথে বেওয়ারিশ কুকুর কামড়িয়েছে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশননের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খুবই জন গুরুত্বপূর্ণ।
আইনে আছে বেওয়ারিশ প্রাণী হত্যা করা যাবে না তবে কি করা হবে তা আইনে বলা নাই। এজন্য আমরা কিছু করতে পারছিনা। এই নাগরিক সমস্যা সমাধানের একটা উদ্যোগ সম্মলিতভাবে নিতে হবে। আমার যে নির্দেশ পাবো সেই মোতাবেক কাজ করবো।
সিলেট সিটি কর্পোরেশন ইতোপূর্বে বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান চালালেও এখন আদালতের নিষেধাজ্ঞা থাকায় নিধন অভিযান বন্ধ রয়েছে। এতে করে বেওয়ারিশ কুকুরের উৎপাত মারাত্মকভাবে বেড়েছে।
২০২১ সালে ২২শ’ কুকুরকে বন্ধ্যাকরণ ভ্যাকসিন দেয়া হয়েছে। সিটি করপোরেশের হিসাব অনুযায়ী নগরে প্রায় তিন হাজার কুকুর রয়েছে। তবে প্রকৃত হিসাব এর চেয়েও বেশি বলে দাবি অনেকের।
নগরবাসী মনে করছেন বেওয়ারিশ কুকুর নিধনে সিলেট সিটি কর্পোরেশনের দ্রুত ভুমিকা নেয়া জরুরী।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!