প্রথম সকাল ডেস্ক:- ঐতিহাসিক সিলেটের প্রথম মুসলমান শাহ গাজী বোরহান উদ্দিন (রঃ) মাজার শরীফের ২০২৪ সালের অনুষ্ঠিত বার্ষিক ওরশ বন্ধ ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (২৯ শে নভেম্বর) সকাল ১০টায় সিলেট সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের আওতাধীন এলাকা গাজী বুরহান উদ্দিন (রহঃ) মাজার মসজিদে মাজারের সম্মানিত মুতাওয়াল্লী আলহাজ্ব আতাউর রহমান খাদিম সাহেবের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ওরশ বন্ধ ঘোষনা ও জরুরী কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:- ১. এ বছর প্রচলিত উরুসের পরিবর্তে ইসালে সওয়াব উপলক্ষে কুরআন তেলাওয়াত, খতম, জিকির আজগার, তাসবি তাহলিল, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২. মাজার প্রাঙ্গণে সব ধরনের গান বাজনা, বাদ্যযন্ত্র, মাদক সহ সব ধরনের অনৈসলামিক কার্যকলাপ নিষিদ্ধ। ৩. নির্ধারিত দিনগুলোতে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকার মেলা বসা সহ মহিলাদের আসা নিষিদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন কুশিঘাট বুরহানাবাদ এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল মালিক মনু, কুশিঘাট বুরহানাবাদ কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলার জনাব সোহেল আহমদ রিপন, সাবেক সভাপতি হাজী আব্দুল আহাদ, সহ-সভাপতি জনাব রুহুল আমিন, এলাকার মুরুব্বী জনাব তাহের মিয়া, সেলিম আহমদ, মাওলানা শিব্বির আহমদ আব্দুস সালাম, পিয়ার উদ্দিন, আবুল হোসেন, ওয়াকিল আহমদ মঞ্জু, আব্দুল মুকিত, হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা ইমরান আহমদ, মাওলানা তাওসিফুর রহমান, মুবারক, ফজল, মারজান, রায়হান, শুভ, মওদুদ, জুয়েল, মইনুল আহমদ, প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব শাহীন আহমদ, সাবেক সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাবেক সভাপতি জনাব দিলওয়ার আহমদ, মাজার কমিটির সদস্য জনাব ফরিদ আহমদ, কাজী গরম দেওয়ান (রহঃ) মাজারের মুতাওয়াল্লী জনাব আব্দুল করিম, নয়াপাড়া পঞ্চায়েত কমিটির জনাব নিজাম আহমদ সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি