নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীতে সোমবার ১৮ (নভেম্বর) সকাল ৭ টার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের আরো ৩ জনের পরিচয় পাওয়া গেছে। বিভিন্ন সুত্র থেকে জানা যায়, হুমায়ুন আহমদ জনি, খান রাসেল ও তারেক ছিলেন ছিলেন মিছিলে।
এর তিনজনই পলাতক মেয়র আনোয়ারু জ্জামানের সহযোগী এবং বিধান গ্রুপের সন্ত্রাসী ক্যাডার। এর মধ্যে হুমায়ুন আহমদ জনি ৪ আগষ্ট অত্যাধুনিক বন্দুক দিয়ে ছাত্র জনতার উপর গুলি চালানো সেই সন্ত্রাসী রুহুল আমিন শিপলুর সহযোগী সন্ত্রাসী বলেও সুত্র নিশ্চিত করেছে।
এদিকে সোমবার ঝটিকা মিছিলে অংশ নেয়া অপর দুজনকে সোমবার রাতেই গ্রেফতার করেছে র্যাব।
এর আগে ১৮ নভেম্বর সোমবার সকারে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।

শিপলুর সাথে হুমায়ুন আহমদ জনি
মিছিলের খবর পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এ সময় তারা স্লোগান দেয়- ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে’।