রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

পৃথিবীর সবথেকে ‘কৃপণ’ মহিলা!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পৃথিবীর সবথেকে ‘কৃপণ’ মহিলা হিসেবে গিনেস বুকে নাম আছে এই মহিলার।  তার নাম হেটি গ্রিন। ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা, তার সম্পদের পরিমাণ আনুমানিক ২.৩ বিলিয়নেরও বেশি।

হেটি গ্রিন ১৮৩৫ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন। তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন ৭.৫ মিলিয়ন আনুমানিক সম্পদ। যখন তার বয়স একুশ বছর, তিনি ওয়াল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউইয়র্কে বসবাস করতে চলে আসেন, তাকে একসময় ‘ওয়াল স্ট্রিটার রানি’ বলা হত।

তিনি নিজের মতো একজন কোটিপতিকে বিয়ে করেছিলেন, কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানীর সাথে ঝগড়া করতেন।

হেট্টি গ্রিন পোষাকের ব্যাপারে খুবই কার্পণ্য দেখাতেন ১৬ বছর বয়সে অন্তর্বাস গুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন।

তিনি কখনই একটি পয়সা খরচ করেননি, তাই বলা হয় যে তিনি কখনও গরম জল ব্যবহার করেনি।

তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি, এজন্য অনেকে তাকে আড়ালে ‘ black witch’ বলতেন।
তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পাই খেয়ে বেঁচে ছিলেন বহুদিন।

হেট্টির কৃপণতার কারনে তার ছেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙ্গে যায় তিনি কোন টাকা খরচ না করে বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করছিলেন।

হেটি গ্রিন ১৯১৬ সালে নিউ ইয়র্ক সিটিতে ৮১ বছর বয়সে মারা যান এবং “বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি” হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন।

তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া, মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল তিনি মারা যাওয়ার পর একটি বিপুল সম্পদ রেখে গেছেন। তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হয়নি, বরং তারা উদার ছিল, তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!