রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

রানীগঞ্জে সিএনজি ছিনতাই: চালকের গলাকাটা লাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ সেতুতে সুজিত দাস নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ নভেম্বর শনিবার রাত ৯টায় স্থানীয়রা সেতুর উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহত যুবক পেশায় একজন সিএনজি চালক বলে জানা গেছে। সে উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মখলিছুর রহমান আকন্দ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকাল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান। রাত ৯টার দিকে রাণীগঞ্জ সেতুতে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

দুর্বৃত্ত কর্তৃক সুজিত দাশকে হত্যা করে তাঁর ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে জগন্নাথপুর থানার পুলিশ। ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা  অনুসন্ধান চালায় পুলিশ।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মখলিছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!