মাত্র ৩ বছর ৭ মাস ২০ দিন বয়সে ভারতের সর্বজ্ঞ সিং কুশওয়াহা দাবার ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন। তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) আনুষ্ঠানিক রেটিং অর্জন করে বিশ্বরেকর্ড গড়েছেন। এই রেকর্ড গড়ার মাধ্যমে সর্বজ্ঞ তার স্বদেশি আরেক বিস্ময়বালক আনিশ সরকারকে পেছনে ফেলেছেন।
গত বছর নভেম্বরে ৩ বছর ৮ মাস ১৯ দিন বয়সে আনিশ এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তাকে টপকে এখন ইতিহাসের পাতায় নাম লেখালেন মধ্যপ্রদেশের এই নার্সারি পড়ুয়া ছাত্র। বর্তমানে সর্বজ্ঞের র্যাপিড রেটিং হলো ১ হাজার ৫৭২। ফিদে রেটিং অর্জনের নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়কে অন্তত একজন ফিদে রেটিংধারী দাবাড়ুকে হারাতে হয়।
এই রেকর্ড গড়ার পথে সর্বজ্ঞ নিজের রাজ্য ও ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত টুর্নামেন্টে তিনজন রেটিংধারী খেলোয়াড়কে পরাজিত করেছেন। ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত সর্বজ্ঞের বাবা সিদ্ধার্থ সিং ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের ছেলে বিশ্বের সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে ফিদে রেটিং অর্জন করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।
আমরা চাই সে ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হোক। দাবায় রেটিং হলো খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া একটি স্কোর, যা তাদের শক্তিমত্তা পরিমাপ করে। উদাহরণস্বরূপ, র্যাপিড দাবায় বর্তমানে ২ হাজার ৮২৪ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন।
দাবা বিশ্বে ভারত বর্তমানে অন্যতম পরাশক্তি এবং দেশটি বিশ্বমঞ্চে নিয়মিত গ্র্যান্ডমাস্টার উপহার দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজু এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের মতো শীর্ষ তারকারা। সেই তালিকায় ভবিষ্যতে হয়তো যুক্ত হতে চলেছে সর্বজ্ঞ সিং কুশওয়াহার নাম।
সূত্র: দ্য গার্ডিয়ান