রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

আগামীকাল সিলেট নগরীর যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বালুচর ফিডারের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয়, আলুরতল; ১১ কেভি সেনপাড়া ফিডারের সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ এবং ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশে-পাশের এলাকা সমূহে বিদ্যুৎ থাকবে না।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!