রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

জামালগঞ্জে নৌকাডুবি : নারী-শিশুসহ ৪ জনের প্রানহানি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী ইঞ্জিন নৌকাডুবিতে নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছে। শনিবার রাত ১০ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি এলাকায় বৌলাই নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), একই গ্রামের নিয়ন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গাঁ রানী সরকার (৮)।

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ইঞ্জিন নৌকা জেলার মধ্যনগর থেকে অর্ধশতাধিক যাত্রী ও মালামাল নিয়ে জামাগঞ্জের উদ্দেশ্যে আসছিল।

অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে বৌলাই নদীর মদনাকান্দি এলাকায় আসলে নৌকাটি আকস্মিক ডুবে যায়। এতে নৌকার চার যাত্রীর মৃত্যু হয়। মুমূর্ষু একজনকে জামালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা তাৎক্ষণিক জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, নৌকাডুবিতে ৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ রয়েছেন কিনা সে ব্যাপারে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102