নিজস্ব প্রতিনিধি:- গ্রামীন ফোনের কারিগরি উন্নয়নের জন্য বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১২ টা থেকে ভোর ৩ টা পর্যন্ত গ্রামীন ফোনে ভয়েস কল, ম্যাসাজ, ইন্টারনেট ও এসএমএসসহ কিছু সেবা পেতে সাময়িক অসুবিদা হতে পারে।
এ সময়ের পরও সার্ভিস পেতে সমস্যা হলে ফোন অন- অফ করলে সমস্যার সমাধান হয়ে যাবে।
বুধবা (৫ মার্চ) গ্রামীন ফোন কোম্পানী থেকে এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।