সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩৩ বোতল ভারতীয় মদ, ১টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ ৫ জন গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, জালালাবাদ থানা পুলিশের অভিযান চলাকালে জালালাবাদ থানাধীন কুমারগাও আবাসিক এলাকাস্থ কুমারগাও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৩ বোতল ভারতীয় মদ, ১টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন, সিলেট নগরের নরসিংটিলা, বাগবাড়ী ২৫১ নং বাসার সতেন্দ্র রায়ের ছেলে হৃদয় রায় (২৫), কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে মোঃ মাহবুব হোসেন (২১), পাওরা নোয়াগাঁও এর আব্দুর করিম প্রকাশ বুতু মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন (২৬), পুরান ভোলাগঞ্জ এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ বুলবুল ইসলাম (১৮) ও ভোলাগঞ্জ এলাকার মৃত লায়েক মিয়ার ছেলে ফায়াজ হোসেন মারজান (১৮)। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।