সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার মেজরটিলাস্থ শাহজালার রঃ স্কুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আখতার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ইমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন—সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ নাজমুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী।
এ ছাড়াও ওয়ার্ড বিএনপির সন্মেলনে বিএনপি, যুবদল,ছাত্রদল,কৃষক দল,স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্মেলন শেষে প্রধান অতিথি ওয়ার্ডের ফলাফল ঘোষণা ও আনুষ্ঠানিক ভাবে ফলাফল হস্তান্তর করেন।
সম্মেলনে ওয়ার্ড বিএনপির কাউন্সিলরগণের ভোটে জিয়াউর রহমান সুমন সভাপতি, মোহাম্মদ শাহ আলম হিল্টন সাধারণ সম্পাদক ও মোঃ শাহ আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।