সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ জন পুরুষ ও ১ জন নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
১১ অক্টোবর বিকেল ৫ঘটিকান সময় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীর ”সিলেট রেস্ট হাউস” আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, হোসেন আহমদ (২৬), আনোয়ার হোসেন (২১), সুরমা বেগম (২৭)। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চি করেন।