রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সিলেটে নগরীতে আজ থেকে রাত সাড়ে ৯টার পর বন্ধ থাকবে সব মার্কেট–দোকানপাট

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে রাত সাড়ে ৯টার পর সব ধরনের মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে না। হোটেল–রেস্তোরাঁ এবং ওষুধের দোকান ছাড়া অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাত ৯টা ৩০ মিনিটের মধ্যেই বন্ধ করতে হবে। গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সভাপতিত্ব করেন এবং সকল পক্ষের সর্বসম্মতিতে নতুন বিধিনিষেধ কার্যকরের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়— হোটেল, রেস্তোরাঁ ও ফার্মেসি ছাড়া অন্য সব প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে।

নির্দেশনা ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ ছাড়া সিলেট শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সব মার্কেট ও শপিং মলকে নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভবনের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে-তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে বলা হয়েছে।

এর আগে সিলেট সিটি করপোরেশন কয়েক দফায় একই ধরনের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। তবে এবার পুলিশ প্রশাসনের তদারকিতে নির্দেশনার বাস্তবায়নে কঠোর থাকার সংকেত দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!