সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

রাত পোহালেই ৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন, আলোচনায় রয়েছেন ৪জন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

রাত পোহালেই সিলেট সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন। সম্মেলনকে ঘিরে সম্ভাব্য পদ-প্রত্যাশীদের ব্যানার, পেষ্টুন, পোষ্টারে চেয়ে গেছে ৩২ নং ওয়ার্ড সর্বত্র। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচার প্রচারনা। যার যার পছন্দের প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে সম্মেলনের স্থান মেজরটিলার হযরত শাহজালাল রঃ উচ্চ বিদ্যালয়কে সাজানো হয়েছে।

এ সম্মেলনে ৩টিপদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১০জন প্রার্থী ভোটের মাঠে জোর তৎপরতা চালাচ্ছেন। এর মধ্যে সভাপতি পদে রয়েছেন তিনজন তারা হলেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান রুমেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুমন, বিলুপ্ত হওয়া টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ তসলিম উদ্দিন।  

সাধারন সম্পাদক পদে মুখোমুখি হচ্ছেন চারজন তারা হলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক, সদর উপজেলার জাসাসের সাবেক সাধারন সম্পাদক রউফুজ্জামান কায়সার, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য, ৩২ নং ওয়ার্ড বিএনপির ইসলামপুর পাড়া কমিটির সাধারন সম্পাদক বেলাল আহমদ, বিএনপি সমর্থিত কর্মী শামসুজ্জামান বাবর ও মোঃ শাহ আলম হিলটন।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনজন। এরা হলেন, শাহ আলম, ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইমরান আহমদ ইমু ,সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক, বিএনপির টুলটিকর পাড়া কমিটির সহ-সভাপতি আব্দুল আহাদ পারভেজ।

এই ১০ পদ-পত্যাশীর মধ্যে সভাপতি পদে জিয়াউর রহমান সুমন, সাধারন সম্পাদক পদে বেলাল আহমদ, শাহ আলম হিলটন ও সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলমের নাম নিয়ে সর্বত্র আলোচনা চলছে। ব্যক্তিত্ব, যোগ্যতা ও নেতৃত্বের মাপকাঠিতে এই তিনজনকে চান ভোটাররা। বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। আসন্ন সম্মেলনে তিন পদে একাধিক রাজনীতিবিদের নাম শুনা গেলেও সবচেয়ে বেশি আলোচনায় এই তিনজন।

একাদিক ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকালের সম্মেলনে ভোটারদের পছন্দের এই তিন প্রার্থীকেই বিজয়ী করার জন্য প্রস্তুত রয়েছেন। এই তিন প্রার্থীর সাথে আলাপকালে জানা যায়, দলের দুর্দিনে পাশে ছিলেন, বর্তমানে এবং আগামীতেও থাকবেন। দলকে সুসংগঠিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। দলের নেতাকর্মীদের নিয়ে ৩২ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনকে পরিচালনা করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!