রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে : জেবুন নাহার সেলিম

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে সিলেটের সীমান্ত জনপদের কর্মসংস্থান হারানো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

তিনি বলেন,  দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই, বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে, আশা করছি নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে।

আপনাদের সেলিম ভাই সব সময় পাথর শ্রমিকদের পাশে ছিলেন। আমি তাঁর আদর্শ ও কর্মধারাকে অনুসরণ করে শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো। তিনি বলেন, প্রয়াত সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত স্বপ্ন উন্নত ও মানবিক সিলেট-৪ গড়ার লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও দলের আস্থা পেলে নিজেকে এ অঞ্চলের মানুষের সেবায় উৎসর্গ করব।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক’র সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার ও মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর যৌথ পরিচালনায় তিনি আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ফিরে আসুক, ভোটের অধিকার ফিরে আসুক।

আমি বিশ্বাস করি বিএনপির নেতৃত্বেই সেই পরিবর্তন আসবে। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের সকল সচেতন ভোটারদের বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাশুক আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতা আব্দুশ শুকুর, আলহাজ্ব ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মেম্বার, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন, শ্রমিক দল নেতা শরীফ উদ্দিন, বিএনপি নেতা শমছির আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন মেম্বার, আব্দুর রহমান মেম্বার, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে এডভোকেট জেবুন নাহার সেলিম দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!