পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে গণমিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমআ সিলেট নগীরর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে নগরীতে গণমিছিল বের করা হয়।
জামায়াতের পাঁচ দফা দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। গণ মিছিলে সিলেট জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।