খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আলী হাসান উসামা বলেছেন, খেলাফত মজলিস একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখে, আমরা সামাজিক ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, জৈন্তা, গোয়াইনঘাট এবং কোম্পানীগঞ্জের পর্যটনস্পট সহ এ অঞ্চলের খনীজ সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে, দুর্নীতির কারণে আজ প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে, তাই এই প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
আগামী নির্বাচনে উন্নয়ণের প্রতীক দেয়াল ঘড়ি বিজয়ী হলে মানুষের জান মাল নিরাপদ থাকবে, এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ আর লুটপাট হবেনা ইনশাআল্লাহ।
তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) নগরীর হাওয়াপাড়াস্থ হলি আরবান মিলনায়তনে সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদে নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির যগ্ম আহবায়ক মহানগর খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ জোনের পরিচালক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাসান আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মীম সুফিয়ান, জৈন্তাপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ আজমল হক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, মাওলানা মিসবাহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি