রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

ছাত্র হামলার মামলায় ইউনিয়ন আ.লীগের সভাপতি ওয়াজেদ গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:-  জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরণ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী দাদা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৫ অক্টোবর) বিকেলে  কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের সারুঞ্জা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াজেদ আলী উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উদয়পুরের নওয়ানা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয় নিশ্চিত করে জানান, জয়পুরহাটের কালাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীর উপর হামলার ঘটনায় তোতা মিয়া প্রধান নামে একজন বাদী হয়ে  আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!