সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরে ৫০টি অবৈধ স্ট্যান্ড, ৪০ হাজার সিএনজি অটোরিকশা অবৈধ, আগামীকাল থেকে অভিযান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল তিন দেশ তফসিল ঘোষণা, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ শিক্ষার্থীর মৃ ত্যু র ঘটনায় সিলেট স্কলার্সহোমে শিক্ষার্থীদের বিক্ষোভ : ৫ দফা দাবি আগামীকাল থেকে নগরীতে অভিযান : অনুমোদনবিহীন কাগজপত্র ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারবে না চুনারুঘাটে মোটরসাইকেলের মুখোমুখি সং-ঘ-র্ষে নি/হ/ত ১ গোলাপগঞ্জে এমরান চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল ছাতকে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সং ঘ র্ষ, আ/হ/ত ১৫ শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে রোববার স্কলার্সহোম বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জে এমরান চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘ ১৭ বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে ফের রাজপথে শক্তি প্রদর্শন করেছে বিএনপি। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সময় যখন রেস্টুরেন্টে পর্যন্ত সভা করা সম্ভব হয়নি, তখন কার্যক্রম সীমাবদ্ধ ছিল নেতাদের বাসা-বাড়িতে।

তবে শনিবার (২০ সেপ্টেম্বর) কয়েকশো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে মিছিলে অংশ নেন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলের কর্মকাণ্ডে গতি ফেরায় তৃণমূলের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

মিছিল শেষে পৌর শহরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনা ও অবহেলার শিকার। উন্নয়নের নামে সম্পদ লুটপাট ও বৈষম্যমূলক নীতির কারণে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি প্রতিশ্রুতি দেন, আধুনিক যোগাযোগব্যবস্থা, শিক্ষা, শিল্পায়ন ও স্বাস্থ্যসেবায় উন্নতি ঘটিয়ে প্রবাসী নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করে এই অঞ্চলকে সম্ভাবনাময় এলাকায় পরিণত করবেন। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি শুধু ক্ষমতায় যাওয়ার রূপরেখা নয়, বরং রাষ্ট্র সংস্কার ও জনগণের মুক্তির অঙ্গীকার।

এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!