আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ই ডিসেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শামীম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ এর জি.এস.আর.এম রুমা রহমান বর্না, রোভার রুহেল, রোভার মুহিদ, রোভার খাদিজা, রোভার সুমাইয়া সহ স্কাউট গ্রুপের অন্যান্য রোভার ও স্কাউট সদস্যবৃন্দ।