বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

খাদিম চা-বাগানে সরকারী জমি উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিলেটে সদর উপজেলার খাদিমনগর চা-বাগানের টিলার জমি বে-আইনিভাবে দখল করে অবৈধভাবে প্লটিং করে বিক্রি করছেন বাগানের ব্যবস্থাপক ও তার সহযোগীরা। এমন অভিযোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াতের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিচালিত উপজেলা প্রশাসনের অভিযানে চা-বাগানের টিলায় অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনের ঘর ও স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের ১০ একর এর মতো খাস জমি উদ্ধার করা হয়। এছাড়া টিলা ও উপজাতীয়দের আবাসস্থল রক্ষা পেয়েছে।

অভিযোগ উঠেছে, সিলেটের খাদিমনগর চা-বাগানের সবুজ টিলায় বাগান ব্যবস্থাপক ও তার সহযোগীদের প্রত্যক্ষ সহায়তায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এক সময়ের নিসর্গঘেরা চা-বাগানের ভূমি যেন পরিণত হচ্ছিল এক অঘোষিত আবাসিক এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই বাগানের টিলায় প্লট কেটে বিক্রি করা হচ্ছে। এতে বাগানের বর্তমান ব্যবস্থাপকসহ একাধিক ব্যক্তি জড়িত বলে তারা দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকান্ড বাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারেই চলছে। এই ধরনের জমি দখল ও বিক্রি নিয়ে তারা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা প্রশাসনের কঠোর পদক্ষেপের প্রশংসা করেন এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াৎ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমিতে অবৈধভাবে বাড়িঘর নির্মাণ ও টিলা কাটা হচ্ছিল। ইতোমধ্যে কিছু জমি উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!