রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

কলার খোসার উপকারিতা!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- কলায় রয়েছে ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন ও খনিজের ভাণ্ডার। আর কলার খোসায় রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা মাথার ত্বকে জমে থাকা ধুলোময়লা এবং খুশকি পরিষ্কার করতে সাহায্য করে।

যেহেতু কলার খোসায় ময়েশ্চারাইজার এবং পটাশিয়ামের পরিমাণ বেশি, তাই ত্বকে আর্দ্রতাজনিত সমস্যা দূর করতেও এটি ব্যবহার করা যায়। এ ছাড়া ত্বকের প্রদাহজনিত সমস্যারও নিরাময় হয় কলার খোসায়। আবার নিষ্প্রাণ চুলের যত্নে পাকা কলার খোসা ব্যবহার করা যায়।

যেভাবে কলার খোসা মাখবেন?
১। সব থেকে সহজ পদ্ধতি হল, কলার খোসা সরাসরি ত্বকে ঘষে নেয়া। বলিরেখা দূর করতে, ত্বক শুষ্ক হয়ে গেলে, পা ফাটার সমস্যায় কাজে আসে এই টোটকা। তবে তাড়াহুড়ো করলে হবে না, সময় নিয়ে ভাল করে ত্বকের উপর ঘষলে তবেই কাজ হবে।

২। কলার খোসা দিয়ে ফেসপ্যাকও বানানো যায়। কলার খোসায় ভিটামিন বি ৬, বি ১২, জিঙ্ক, অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় ত্বকের জন্য বেশ উপকারী এটি। কলার খোসা, সামান্য কলা মিক্সিতে ঘুরিয়ে নিন। এবার মিশ্রণটির সঙ্গে এক চামচ মধু, এক চামচ দই ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন। মিনিট ১৫ পরে ভাল করে ধুয়ে নিলেই জেল্লা আসবে ত্বকে।

৩। চোখের নীচের কালি কিছুতেই উঠছে না? কলার খোসা টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে খোসাগুলো বার করে চোখের উপরে বসিয়ে নিন। কয়েক দিন টানা ব্যবহার করলে বেশ ভাল ফল পাবেন।

৪। হেয়ার স্ট্রেটনিং করিয়েছেন? রাসায়নিকের ব্যবহার অজান্তেই চুলের ক্ষতি করছে। পাকা কলার খোসা আর অলিভ অয়েলের মিশ্রণ ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত চুল অনায়াসেই ফিরে পাবে সুস্বাস্থ্য।

৫। কন্ডিশনিং করেও চুলের রুক্ষ ভাব কমছে না? চুলে লাগান কলার খোসা দিয়ে তৈরি প্যাক। চুল মোলায়েম হবে দ্রুত। কলার সঙ্গে দই ও মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে লাগান। চুল ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!