রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

আরও এক ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

পঞ্জিকাবর্ষে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ছুঁলেন ১০০ ছক্কার মাইলফলক। চলতি সাইয়দ মুশতাক আলি ট্রফিতে তার ছক্কার সংখ্যা এখন ১০১। সার্ভিসেসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে তিনি খেললেন আরও একটি ঝলমলে ইনিংস। মাত্র ৩৪ বলে করলেন ৬২ রান। ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৮২.৩৫।

প্রভসিমরন সিংয়ের সঙ্গে তার ১০৬ রানের জুটি দলকে বড় সংগ্রহের মঞ্চ দেয়। পরে অনমোলপ্রীত সিং ও নমন ধীরের ব্যাটে পাঞ্জাব তোলে ২০ ওভারে ২৩৩/৬। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের ব্যাট পুরো বছর জুড়েই দাপট দেখিয়েছে। ৩৬ ইনিংসে তার সংগ্রহ ১৪৯৯ রান। সর্বোচ্চ স্কোর ১৪৮। গড় ৪২.৮২।

স্ট্রাইক রেট ২০৪.২২। এই সময়ে তিনি করেছেন তিনটি সেঞ্চুরি ও নয়টি ফিফটি। মুশতাক আলী ট্রফিতে তিনি এখন পর্যন্ত করেছেন ৩০৪ রান। গড় ৫০.৬৬। স্ট্রাইক রেট প্রায় ২৫০। করেছেন একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।

তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই বছর তিনি টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। এশিয়া কাপ ২০২৫-এ তিনি সবচেয়ে বেশি রান করেন—৭ ইনিংসে ৩১৪। পান টুর্নামেন্টসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!