সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

আজিজ খান সজিবের পক্ষ থেকে ৮নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় উপহার বিতরনে কয়েস লোদী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর আহ্বানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট ১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুক্তাদির এর নির্দেশনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব এর পক্ষ থেকে  ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘের পূজা মন্ডপ,শান্তি নিকেতন হাওলাদার পাড়া এলাকায় ৮নং ওয়ার্ডের মেহনতী সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষের মাঝে উপহার স্বরুপ নগদ অর্থ ও শারদীয় উপহার বিতরন অনুষ্ঠান অনুষ্টিত।  

আজ রবিবার  (২৮ সেপ্টেম্বর) বিকালে ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘের পূজা মন্ডপ হাওলাদার পাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষের মাঝে উপহার স্বরুপ নগদ অর্থ ও শারদীয় উপহার বিতরন অনুষ্ঠান অনুষ্টিত হয়।   ভাটি বাংলা অগ্রদ্রুত যুব সংঘের উপদেষ্টা মহেতুশ মজুমদার ভশু সভাপতিত্বে সিলেট মহানগর বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান ও ৮নং ওয়ার্ড করের পাড়া কমিটির সদস্য ও ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘের সাধারন সম্পাদক সুশাংক দাস সংকর পরিচালনায়,উক্ত শারদীয় উপহার বিতরন প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতির এক অপূর্ব উৎসব।

এটি কেবল হিন্দু সম্প্রদায়ের নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের এক মিলনমেলা। বিএনপিসহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। শারদীয় দূর্গা উৎসব যেন আনন্দ মুখর হয় সেলক্ষ্যে আমি সাধ্যমত সহযোগিতা করে যাব। সেই সাথে পূজায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেলক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাজ করবে।

এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করছি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজিবুর রহমান নজিব বলেন, আমাদের দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সনাতন ধর্মবলম্বীগণ যাতে নির্বিঘ্নে পুজা উদযাপন করতে পারেন সেদিকে বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনসহ সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ,  মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল ওয়াহীদ সোহেল,সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, বিশিষ্ট্য সমাজসেবী ব্যাংকার রতন মজুমদার সহ নেতৃবৃন্দ।

উক্ত শারদীয় উপহার ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে অন্নান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সবুর আহমদ,মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মিনহাজ পাঠান, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি অর্পন ঘোষ, সিলেট মহানগর যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল হক স্বপন,উসমান গনি, মহানগর বিএনপির সাবেক সদস্য মুক্তার হোসেন,করের পাড়ার শাপলা সংঘের সাবেক সাধারন সম্পাদক সুমিত দেব, ৮নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক শাহিন আহমদ, তারেক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক কমিটির সদস্য ছালেক আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম রাসেল, শফিক আহমদ চৌধুরী, জলবায়ু বিষয়ক সম্পাদক আকির হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক নুরেছ আলী, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মুমিন, অন্নান্যদের মাঝে আর উপস্থিত ছিলেন ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘের পূজা মন্ডপের সহ সভাপতি পিংকু চৌধুরী, রাশেন্ড দাস, নিমাই দাস, সাংগঠনিক সম্পাদক গুপেশ দাস,অনিল দাস, জুয়েল দাস, আর বিএনপি অঙ্গসংগঠন ও স্থানীদের মাঝে উপস্থিত ছিলেন জুবের আহমদ, মোঃ কামরান খান, মোস্তাক খান নাজিম, আজিজুর রহমান, শাহিন আহমদ ,শেখ সাক্কুল, সাদ্দাম হোসেন, শেখ সালমান, ফারুক আহমদ, আসাদ আহমদ, রবিউল হাসান, আখতার হোসেন রবিন, রুবেল আহমদ, হোসেন খান, সালাম মিয়া, সংকর দাস, তামিম আহমদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!