সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে বিজিবির হাতে গ্রেফতার পলাতক ইউপি চেয়ারম্যান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাট তামাবিল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. নোমান হোসেন (৩৮)।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল সীমান্তে আইসিপিতে কর্মরত বিজিবি তাকে গ্রেপ্তার করে। গ্রেফতার হওয়া ব্যাক্তি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নম্বর এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

চেয়ারম্যান নোমান হোসেনের বিরুদ্ধে হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবির সূত্রে জানা যায়, আটক চেয়ারম্যানকে দুপুর ২টায় গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোয়াইঘাট থানার ওসি তোফায়েল আহমদ বলেন, ভারতে পালানোর সময় এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নোমান হোসেনকে আটক করেছে বিজিবি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!