রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

বালাগঞ্জের হুসেনপুর একটি বাড়িতে ডা’কাতি : নগদ টাকা স্বর্ণালংকার লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের বালাগঞ্জের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের হুসেনপুর গ্রামের আলকাছ আলীর বাড়িতে ডাকাতির এ  ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার সময় ডাকাতরা বারান্দার গেইট ও ঘরের তালা ভেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ লাখ ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ, ও সিলেট দক্ষিণের ডিবির একটি টিম।
গৃহকর্তা আলকাছ আলীর স্ত্রী রোকেয়া বেগম জানান ১০-১৫ জনের মুখোশ পড়া একদল ডাকাত প্রথমে বারান্দার গেইট পরে ঘরের তালা ভেঙে প্রবেশ করে অস্ত্রেরমুখে আমার ছেলেকে ও পরিবারের অন্য সকল সদস্যকে জিম্মি করে বেঁধে স্টীলের আলমারী ও কাটের ওয়ারড্রপের তালা ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ, জানান তদন্ত পূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!