রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

পুত্রবধূকে ঘরে তুলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ছেলের বিয়ের দিনই মারা গেলেন মা। ঘটনাটি ঘটেছে মাধবপুরে। এ ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ পরিণত হয়েছে শোকে। প্যান্ডেলে পাশে দিতে হলো শেষ গোসল।

গত সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে মাজিদা খাতুন (৫০) নামে ওই নারীর মৃত্যু হয়। পরিবার জানায়, অসুস্থ মায়ের আকুতি ছিল ছোট ছেলের বউকে দেখে মারা যাবেন।

কিন্তু বিয়ে করে বউ বাড়িতে আনতে না আনতে ঘটল হৃদয় বিদারক ঘটনা। হঠাৎ করে বিয়ের দিনে প্রাণ গেল মায়ের। এ ঘটনায় বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের পাশেই হয় মায়ের শেষ গোসল।

মাজিদা খাতুন ৩ সন্তানের মধ্যে পাত্র মোজাহিদ মিয়া সবার ছোট ছেলে। সোমবার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবুল মালেকের ছেলে মুজাহিদ মিয়ার বিয়ে হচ্ছিল। এ দিন তার বিয়ের দিন ছিল। তিনি বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসামাত্রই তার মায়ের মৃত্যু হয়।

মাজিদা খাতুন বেশ কয়েক মাস ধরে ক্যানসার রোগে শয্যাশায়ী ছিলেন। তিনি তার ছোট ছেলে মুজাহিদকে বিয়ে করিয়ে পুত্রবধূকে দেখে যাওয়ার আকুতি জানিয়েছিলেন পরিবারের কাছে। সেজন্য দ্রুত বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয়। পুত্রবধূকে ঘরে তুলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা মাজিদা খাতুন।

মৃতের ছেলে জানান, মায়ের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে মায়ের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আপনারা আমার মায়ের আত্মার রুহের মাগফিরাত কামনা করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!