সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করল শাবি প্রশাসন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলা ও শাহপরান হলে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জনকে আজীবন বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত ২৩৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হামলায় জড়িত আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান। এছাড়াও নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানি ও ফারহান হোসাইন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের ইউসুফ হুসাইন টিটু, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগের লোকমান হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগের সৈয়দ মাজ জোয়ার্দি ও একই বিভাগের সেইম খা এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনি ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম সাইমন।

এদিকে আবাসিক হলে অস্ত্র ও মাদকের অভিযোগে ৭ জনকে আজীবন বহিষ্কার করেছে সিন্ডিকেট। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- লোক প্রশাসন বিভাগের মামুন মিয়া, পরিসংখ্যান বিভাগের অমিত সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আশিক, পরিসংখ্যান বিভাগের মাহবুবুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারবিন ডলি রিকি ও সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!