বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী তরুণী জানান, দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে এসআই সুজন তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি গত ১৩ সেপ্টেম্বর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেলে এসআই সুজনকে বরখাস্ত করা হয়।
এদিকে, তার আপত্তিকর অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, `এটি কোনো ধর্ষণের ঘটনা নয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বলেন, `অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’