সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে গত ১২ আগস্ট দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সেটা দুই পক্ষ মিলে সমঝোতা করে। এর জেরে আজ আবারও দুপুরে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।