সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরে ৫০টি অবৈধ স্ট্যান্ড, ৪০ হাজার সিএনজি অটোরিকশা অবৈধ, আগামীকাল থেকে অভিযান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল তিন দেশ তফসিল ঘোষণা, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ শিক্ষার্থীর মৃ ত্যু র ঘটনায় সিলেট স্কলার্সহোমে শিক্ষার্থীদের বিক্ষোভ : ৫ দফা দাবি আগামীকাল থেকে নগরীতে অভিযান : অনুমোদনবিহীন কাগজপত্র ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারবে না চুনারুঘাটে মোটরসাইকেলের মুখোমুখি সং-ঘ-র্ষে নি/হ/ত ১ গোলাপগঞ্জে এমরান চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল ছাতকে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সং ঘ র্ষ, আ/হ/ত ১৫ শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে রোববার স্কলার্সহোম বন্ধ ঘোষণা

সাংবাদিকদের উপর হা ম লা র অভিযোগে রেঞ্জ কর্মকর্তা বরখাস্ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আবুল কালাম ও মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।” মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে—সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ চুরির সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামুনুর রশিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে।

তদন্তে আরও উঠে আসে, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, হোটেলে খাওয়ানোর নামে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এ সব অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নিতে প্রধান বন সংরক্ষককে (সিসিএফ) নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মামুনুর রশিদকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করার আদেশও জারি করা হয়েছে।” এর আগে, মন্ত্রণালয় সাতছড়ি জাতীয় উদ্যানের সকল কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দেয়।” সম্প্রতি দৈনিক কালবেলার সাংবাদিক মুজাহিদ মসি ও বাংলা টাইমস-এর সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ পাচারের অভিযোগে সংবাদ সংগ্রহে গেলে, রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে স্থানীয় দুই সাংবাদিকদের উপর হামলা চালান।

পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী সাংবাদিকদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে, মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক মহল ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ মন্ত্রণালয়ের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে। তারা অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।” সাংবাদিক মুজাহিদ মসি বলেন,“আমরা শুধু সত্য প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ওই কর্মকর্তা ও তার সহকর্মীদের আচরণ আমাদের জন্য ভয়ঙ্কর ছিল। দোষীদের দৃশ্যমান কিছু শাস্তি হওয়ায় আমরা স্বস্তি অনুভব করছি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!