চুরির অভিযোগে এক কনস্টেবলের বাসায় তল্লাশির ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত ৯ সেপ্টেম্বর রাতে। তবে ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, ওসি নূর আলমের গাড়িচালক কনস্টেবল ওয়াসিমের বাসা তছনছ অবস্থায় রয়েছে। ভিডিওতে ওয়াসিম অভিযোগ করেন, ওসি নূর আলম তাকে চার লাখ টাকা চুরির অপবাদ দিয়ে থানার সেকেন্ড অফিসার ও মুন্সিসহ কয়েকজনকে নিয়ে তার বাসায় দুই দফায় তল্লাশি চালান।
এ সময় বাসায় ভাঙচুর করা হয় এবং তাকে হুমকিও দেওয়া হয়। ওয়াসিম আরও দাবি করেন, তিনি নিজে একজন পুলিশ সদস্য হওয়া সত্ত্বেও এ ধরনের আচরণের শিকার হয়েছেন। পরে ওসি নূর আলম ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে বলেন, “যা হওয়ার হয়েছে, মাফ করে দাও। আমার ভুল হয়েছে।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে ব্যবস্থা নেওয়া হয়। হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “ শনিবার ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওসি নূর আলমকে পুলিশ লাইন্সে রাখা হবে। তদন্ত প্রতিবেদন হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”