সুনামগঞ্জের পৌর শহরের বড়পাড়া এলাকায় গ্যাসের চুলার উপর কাপড় শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের বড়পাড়া এলাকার সিলেট মঞ্জিল নামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়িটির মালিক মৃত. তজমুল আলীর ছেলে বাবুল আহমদ (৫৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরে গ্যাসের চুলার উপর শিশুদের কাপড় শুকানোর জন্য রাখা হয়েছিল। কাপড়ে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং পাটের চাটাই দিয়ে তৈরি সিলিংয়ে পৌঁছে যায়। এক পর্যায়ে পুরো ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে, তাদের তৎপরতায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘরের মালিক বাবুল আহমদ জানান, আগুনে দুইটি ওয়াশিং মেশিন, দুইটি ফ্রিজ, দুইটি ডিপ ফ্রিজ, একটি ডাইনিং টেবিল, ছয়টি চেয়ার, রান্নার সব জিনিসপত্রসহ ঘরের সব কাপড়-চোপড় পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল দেবনাথ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।