মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকাডুবিতে বিজিবি সদস্য নিখোঁজ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবির সিপাহী মাসুম বিল্ল্যাহ নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। তিনি সোনার হাট ক্যাম্পের এক বিজিবি সদস্য হন।

জানা যায়ম শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে টহল দিচ্ছিলেন দুইজন বিজিবি সদস্য। টহলকালে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা ওই নৌপথ দিয়ে যাওয়ার সময় তারা থামানোর চেষ্টা করেন। এসময় চোরাই পণ্যবাহী নৌকার ধাক্কায় উভয় নৌকাই পানিতে ডুবে যায়।

নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও থাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও বিজিবি সদস্য কে পাওয়া যায় নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!