মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

সিলেট ক্বীনব্রিজের নিচে খুন হওয়া যুবক ও খুনি দু’জনই চিহ্নিত ছিনতাইকারী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নগরীর কিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে নিহত ডালিম আহমদ (৩৫) ‘চিহ্নিত ছিনতাইকারী’ বলে জানিয়েছে পুলিশ। এমনকি তাকে আরেক ছিনতাইকারী খুন করেছে বলে বলছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কোতোয়ালী মডেল থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরত্বে খুন হন ডালিম। পুলিশ জানায়, ডালিম চিহ্নিত ছিনতাইকারী।

তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। সূত্র জানিয়েছে, হামলাকারী সবার সামনে দিয়ে নির্বিঘ্নে হেঁটে চলে যান। হামলার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলাকারী ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সামছুল হাবিব জানান, ‘যিনি নিহত হয়েছেন, তিনি চিহ্নিত ছিনতাইকারী।

এর আগে জেলও খেটেছেন। এ কারণে হত্যাকারীও ছিনতাইকারী এবং ছিনতাই সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এ তথ্য জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, সন্দেহভাজনভাবে বৃহস্পতিবার রাতেই একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!