নিজস্ব প্রতিবেদক:- কিছুদিন ধরেই সিলেটের সবজি বাজারে অস্থিরতা চলছে। কোনো সবজির দামই নিয়ন্ত্রণে নেই। সিলেটের বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়ে কেজি ৮০ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সিলেটের বিভিন্ন বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র। দেখা যায়, সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজারে কেজি দরে যেসব সবজী বিক্রি হচ্ছে তার মধ্যে- কচুরমুখীর কেজি ৮০ টাকা, বেগুন ১২০ টাকা, মুলা ১০০ টাকা, টমেটো ৩০০ টাকা, কাচা মরিচ ৪০০ টাকা, ধনে পাতা ৪০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, পটল ৯০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বরবটি ১২০ টাকায়, পেঁপে ৫০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা এবং শসার কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকা, চাল কুমড়া ১০০ টাকা, মিষ্টি কুমড়া ১০০ টাকা পিস, কলার থুর পিস ৮০ টাকা, লাউয়ের ডাটা আটি প্রতি ৮০ টাকা, আলু ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি ৮০ টাকা আর লেবুর হালি রাখা হচ্ছে আকার ভেদে ৩০ থেকে ৬০ টাকা।
সরবরাহ কম থাকায় সবজীর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তারা জানান, গত সপ্তাহের তুলনায় দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। বাজারে শীতকালীন সবজির আসতে শুরু করলেও দাম নাগালের বািরে।
শিম ২৩০ টাকা কেজি, গাজর ১৮০ টাকা, এবং জলপাই ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকের আঁটি মিলছে না ২০ টাকার নিচে। বাজারে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৫০ টাকা, মূলা শাক ২০ টাকা, কলমি শাক ২০ টাকা, পুঁই শাক ২০ টাকা এবং ডাটা শাকের আঁটি ৩০ টাকা বিক্রি করতে দেখা গেছে।
এদিকে মাছ, মাংস, মোরগসহ নিত্যপণ্যর বাজারেও আগুন। ক্রেতারা বলছেন এভাবে চললে আরো কয়ে্কদিন না খেয়ে থাকতে হবে।