মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ২ কেজি ২০৩ গ্রাম গাজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ লায়েক মিয়া (৫৫। সে মোগলাবাজার থানাধীন নিজ সিলামের মৃত ননা মিয়া উরফে ওয়ারিছ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, রোববার ১৩ এপ্রিল দুপুর ১টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার এসআই মোঃ নূর উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মোগলাবাজার থানাধীন ৫নং সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিজ সিলাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে মোঃ লায়েক মিয়া গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে ২ কেজি ২০৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তেত্রিশ হাজার টাকা। উক্ত ঘটনায় মোগলাবাজার থানায় মামলা নং- ০৭/৫৮ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।