রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

রাশিয়ার হামলায় ইউক্রেনের সুমি শহর বিধ্বস্ত : নিহত ৩৪ 

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত  ইউক্রেনের সুমি শহর। রোববার (১৩ এপ্রিল) রাশিয়া এই হামলা চালায় বলে দাবি করেছেন ইউক্রেনের এক মন্ত্রী।

হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছে। ঘটনার মর্মান্তিক সব ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে আছে অসংখ্য মৃতদেহ।

আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার মাঝেই এই হামলায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ক্রেমলিন জানিয়েছেন, দ্রুত কোনো সমাধান আশা করা ঠিক নয়। এদিকে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে যে গ্যাস পাইপলাইন গেছে তার অধিকার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সুমি এখন বিধ্বস্ত শহর:- হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ বছর ধরে চলতে থাকা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই দিন আগেই এই বিষয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। প্রেসিডেন্ট ট্রাম্পও এই বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেন। শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা প্রক্রিয়া যখন ধাপে ধাপে অগ্রসর হতে শুরু করেছে ঠিক সেই সময়ে এই হামলা নিয়ে প্রশ্ন উঠেছে।

গতকাল ইউক্রেনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘রাশিয়া সুমি শহরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলা ঠিক সেই সময়ে চালানো হয়েছে যখন রাস্তায় মানুষের ভিড় অত্যন্ত বেশি ছিল।

রাস্তায় থাকা যানবাহন ও অসংখ্য বাড়ির ওপর আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। হামলায় ৩৪ জনের প্রাণ গেছে। পাশাপাশি ৭ শিশুসহ দেড় শতাধিক আহত হয়েছে।’ ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে, রাস্তার ওপর ছড়িয়ে রয়েছে মৃতদেহ তার মধ্য থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এলাকার মানুষ। এই হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতিতে জানান, ‘পরিকল্পিতভাবে ভিড়ে ঠাসা অঞ্চলগুলোকে নিশানা করছে রাশিয়া।

ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে নিশানা করা হচ্ছে। তিনি জানান, ‘যুদ্ধ থামাতে আলোচনা চলছে ঠিকই, তবে সেই আলোচনা রুশ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা বন্ধ করতে পারছে না।’

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ভালোই চলছে। কিন্তু দ্রুত কোনো ফল আশা করা যায় না। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধবিরতি চেয়েছেন।

নতুন মতলব ট্রাম্পের:- রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইউক্রেনকে অস্ত্র দিয়েছিল আমেরিকা। তার বিনিময়ে ইউক্রেনের অর্ধেক খনিজের পর এবার ইউরোপে গ্যাস সরবরাহকারী রাশিয়ার পাইপলাইনের অধিকার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য ইউক্রেনের ওপর দিয়ে যাওয়া এই পাইপলাইনের গুরুত্ব অপরিসীম। আমেরিকা সেই পাইপলাইনের স্বত্ব নিতে চাওয়ার ঘটনাকে বড় চাল হিসেবে দেখছে কূটনৈতিক মহল।

আমেরিকার এই দাবিকে ঔপনিবেশিক চাপ বলে ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ। ইউক্রেনের সঙ্গে খনিজচুক্তি সম্পন্ন করতে গত শুক্রবার বৈঠকে বসেছিল ওয়াশিংটন ও কিয়েভের কর্মকর্তারা। সেখানেই এসব প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি ও সিএনএন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102