এখন একেবারেই পর্দায় দেখা যায় না টিভি মডেল ও অভিনেত্রী সুজানা জাফরক। অভিনয় জীবনকে বিদায় দিয়ে ধর্মীয় পথে জীবন গড়ছেন জনপ্রিয় এ তারকা। তারই প্রমাণ পাওয়া গেলো তার ফেসবুক পোস্টে।
সম্প্রতি সুজানা আলোচনায় এসেছিলেন তার বিয়ের খবর নিয়ে। জানা যায়, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন সুজানা জাফর। তার স্বামীর নাম জায়াদ সাইফ।
এক সময় সুজানা বিজ্ঞাপনসহ ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। ব্যক্তিগত জীবনে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন। সে সংসার স্থায়ী হয় মাত্র চার মাস।
এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। তবে সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।