প্রথম সকাল ডেস্ক:- রাজধানীর মতিঝিল এলাকায় বিদেশি পিস্তলসহ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংকের সিবিএ নেতা জাকির হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করে বিকালে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর থেকেই জাকির হোসেনকে ছাড়িয়ে নিতে নানা পর্যায়ে দেনদরবার ও থানায় প্রভাব খাটানোর চেষ্টা চলছে।
এদিকে, রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই গ্রেফতার ঘিরে মতিঝিল থানা এলাকায় তৎপরতা বেড়েছে। জাকির হোসেনের উচ্চপদস্থ রাজনৈতিক সংশ্লিষ্টতা ও তার নেতৃত্বাধীন শ্রমিক সংগঠনের ভূমিকা বিবেচনায় মামলার তদন্ত নিয়ে নানা আলোচনা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও সম্ভাব্য অন্যান্য সংযোগ সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ বা মামলার রেকর্ড রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।