রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর, বৈষম্যবিরোধীর আহবায়কসহ গ্রেফতার ১৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান। তাদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির মামলাও দায়ের করা হয়েছে।

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও ৬-৭ জন পলাতক রয়েছেন।

তারা রাজধানীর কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারের তৃতীয় তলায় শেখ কবির নামের এক ব্যাক্তির অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট করে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।

এ সময় তাদের কাছে কিছু টাকাপয়সা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সালাউদ্দিন সালমান নামে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদে আছেন। আর বাকিরা অনান্য পদে বা সদস্য হিসেবে থাকতে পারেন বলে জানান ওসি।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের ভাষ্যমতে আওয়ামী লীগের অফিস ভেবে তারা ওই অফিসটি দখল করতে এসেছিলেন।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102