সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন অভিনয়। খুব অল্প সময়েই নিজস্ব স্বকীয়তায় ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন জান্নাত জুবায়ের। মাত্র ২৩ বছর বয়সেই সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ অভিনেত্রী।

অভিনয়ের জন্য প্রতি এপিসোডে তাকে পারিশ্রমিক দিতে হয় ১৮ লাখ টাকা, যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে।জান্নাত শুধু টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান পারদর্শী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

দ্য ওয়াল জানাচ্ছে, ২০০১ সালের ২৯ আগস্ট মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর নাম জান্নাত জুবায়ের। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও, অল্প সময়েই তিনি অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন।

তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’, এবং ‘তু আশিকি’। এছাড়াও রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন।

পাশাপাশি রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এ অংশগ্রহণ করে ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’র খেতাব অর্জন করেছেন।

মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছেন জান্নাত। এছাড়াও নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন।

এত কিছুর পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন প্রায় ৫ কোটি মানুষ। সেখানে তার প্রতিটি পোস্ট থেকেও আয় করেন তিনি।

অভিনয়, ব্যবসা এবং সোশ্যাল মিডিয়া- সব মিলিয়ে মাত্র ২৩ বছর বয়সেই জান্নাতকে তারকাখ্যাতি ও বিপুল সম্পদের মালিক করে তুলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!