সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে বরখাস্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জনকে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উপজেলা সদরের দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাশিয়াপাড়া মহল্লা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আনোয়ার হোসেন ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র আন্দোলনে ৯ জন হত্যা মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও এলাকাসী জানায়, গত ৫ আগস্ট বেলা ১১টায় সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করে ছাত্র জনতা। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৪-৫ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে থানার সামনে এলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিতে সাংবাদিকসহ ৯ আন্দোলনকারী নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক সন্তোষ চৌধুরীকে পিটিয়ে হত্যা করে।
নিহত ৯ জনের পরিবারের পক্ষ থেকে একজনের বাবা একটি এবং এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!