লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের লাখাইয়ে মাদক মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া (২৪) একই গ্রামের ছালেক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামীকে আজ (শুক্রবার) হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।