সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের নতুন অফিসের উদ্বোধনে দোয়া মাহফিল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টায় কোরআনে খতমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট নগরীর ১৪নম্বর ওয়ার্ডের আমজদ আলী রোড কালিঘাটস্থ হযরত শাহ্চট (র:) জামে মসজিদের ২য় তলায় নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ওসমান রাব্বানী। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন আজম। সভায় বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাটের ব্যবসায়ীদের নিয়ে সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ গঠিত হয়।

এই পরিষদ সিলেট নগরের যানবাহন চলাচল ও ব্যবসায়িক পরিবেশকে আরও শৃঙ্খলিত, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। একইসঙ্গে যানবাহন নিয়ন্ত্রণ একটি নগর সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা আরো বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন এবং সুদকে হারমা করেছেন।

তাই এই এলাকার ব্যবসায়ীদের হালালভাবে ব্যবসা পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বন্ধুত্বময় সম্পর্ক গড়ে তুলতে হবে। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম শামীম, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট চেম্বারের সাবেক পরিচালক হুমায়ূন আহমেদ, সিলেট জেলা ব্যাবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক পরিচালক ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট সিটি কর্পোরেশন কনটেকটার এসোসিয়েশনের সভাপতি গুলাম ইফতেখার রসুল সিহাব, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক জহির হোসেন তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. অছিউর রহমান কয়েছ, সমিতির উপদেষ্টা হাজী আবুল কালাম, হাজী আব্দুল আহাদ, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সভাপতি হাজী আবুল হোসেন হুমায়ুন, ইমাম হাফিজ মাওলানা সরিফ উদ্দিন, মাওলানা একরাম উদ্দিন, মাওলানা মুফতি লুৎফুর রহমান উসমানী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবুল কালাম, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রন সমন্বয় পরিষদের সচিব মনোজ কুমার দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী মকবুল হোসেন, হাজী মো. বাবুল মিয়া, হাজী মোহাম্মমদ ছাদেক, সহ সাধারণ সম্পাদক হাজী খুবের হোসেন, এম এ মতিন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান ইমন, দপ্তর সম্পাদক মো. আব্দুল হক, প্রচার সম্পাদক মো. ইমতিয়ার হোসেন আরাফাত, কার্যকরী সদস্য মো. জিয়উল হক, হাজী মো. দেলওয়ার হোসেন, হাজী¡ আবুল মকছিন নাছির, মো. হুরায়রা ইফতার হোসেন, সৈয়দ মুহিবুর রহমান মুরাদ, মো. হাসান আহমদ, নীল মণি কর্মকার, মো. আখতারুজ্জামান দৌলা, হাজী মো. আতিক হোসেন, মো. শাহ আলম শাহান, কাজী মোস্তাফিকুর রহমান, সুজন চন্দ্র দাস (সুমন দাস), মো. আব্দুল ওয়াহিদ জাবেদ, হাজী মো. আব্দুল গফফার মিন্টু, হাজী মো. রহমত মিয়া, হাজী মো. খালেদ হোসেন, জেবুল আহমদ, আফজল আহমদ স্বাধীন, মো. আছাব উদ্দিন, সৈয়দ আনোয়ার হোসেন, এম এ হান্নান, হাজী আমীন উদ্দিন, মো. রেজা চৌধুরী, মো. জুনেল আহমদ, আব্দুুল বাছিত জায়গীরদার, মাহবুবুর রহমান জনি, মারুফ আহমদ, আমিনুর রশিদ, নুরুল হক, হাজী মো. আলাউদ্দিন, হাজী মতিউর রহমান, মো. মামুনুর রশিদ, হাজী তফাজ্জুল হোসেন খাঁন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবীদ, ব্যাংকার, ব্যাংকের ব্যবস্থাপক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!