সিলেট বিমানবন্দর সড়কের মালনীচড়া চা বাগানের কাছে আবাদানির আপ নামক স্হানে ট্রাক, মটরসাইকেল ও সিএনজি অটো রিক্সার মধ্যে ত্রিমুখি সংর্ঘেষে ঘটনাস্থলে ১জন মটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২ জন।
ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর রাত অনুমান পৌনে ১টার দিকে।
স্থানীয় সুত্রে জানা যায়, খুব দ্রুত গতিতে আসা একটি পালসার মটরসাইকেল সিলেট মেট্রো-ল ১২-৩৫৫৬ নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটগামী ট্রাক ঢাকা মেট্রো-ট ১৫-৩৯৬২ নিচে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী একজন নিহত হন।
অপর মটরসাইকেল আরোহী আহত হন। এসময় একটি সিএনজি অটো রিক্সাও দুর্ঘটনার কবলে পড়ে। এতে সিএনজি অটো রিক্সা চালকও আহত হন। এ ঘটনায় হতাহতের কারো পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে বলে জানা যায়।