নিজস্ব প্রতিনিধি:- সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবির অভিযানে মহানগরের বন্দরবাজার থেকে হোটেল মহানগর আবাসিকের বিভিন্ন কক্ষ থেকে পাচজনকে আটক করে।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন হোটেলটি থেকে সিলেটের শাহপরান থানার কুশিঘাট এলাকার মৃত উমর আলী পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৬০), জালালাবাদ থানার লামাকাজির মৃত. সোনা মিয়ার পুত্র ফখর উদ্দিন (৫০), আয়েশা বেগম (৪০), ছালেহা বেগম (২০) এবং নিজাম উদ্দিন (৪৫) কে আটক করেছে।
এ বিষয়ে সিলট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যাক্তিদেরকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইননানুগ বিষয় প্রক্রিয়াধীন আছে।