সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

সিলেটে মোবাইল ফোনসহ ছিনতাইকারী আ ট ক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেট সদরের মৃত আব্দুল করিমের ছেলে মো. হাসান ওরফে বুলেট (২৩) ও এয়ারপোর্ট এলাকার আব্দুল জলিলের ছেলে জহুর রায়হান (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মো. এলান হোসেন (৩৩) নামে এক ব্যক্তি মাজার জিয়ারতের জন্য কোতোয়ালী থানাধীন শাহজালাল (রহ.) মাজার এলাকায় আসেন।

হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার ভিতরে ওজুখানার সাথে পাবলিক টয়লেটের পার্শ্বে অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী ধারালো চাকু ধরে জোরপূর্বক তার মানিব্যাগে থাকা নগদ ১ হাজার ৭৫০ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন (Walton Pro R8) বল প্রয়োগ করে জোর পূর্বক নিয়ে যায়।

পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ ২ জন ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই দুইজন সহ আরো একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এলান হোসেন। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!